গাছায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।
বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সিসি টিভি আওতায় আনাসহ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মহনগরীর গাছা মলেকের বাড়ি শরীফপুর এলাকার আই এইচ টি মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দ্বীপের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহনগর আওয়ামীলীগের সভাপতি এডঃ আজমত উল্লাহ খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকত উল্লাহ খান, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীত কুমার মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) মোঃ আহসানুল হক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মোঃ ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, আফজাল হোসেন খান, জহিরুল হক হারুন সিপাই, বাবুল হোসেন মন্ডল, আতাউর মন্ডল, তাতীলীগ নেতা জামাল খান প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক সহোযোগীতা করেন ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ শামীম আল কায়সার খান।
এসময় গাছা থানা এলাকার বিভিন্ন স্থানে সবধরণের অপরাধ প্রতিরোধের লক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা উদ্বোধন করা হয়।